ফটিকছড়ির সুন্দরপুরে ফুটসাল ডে-নাইট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার রাতে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে এ খেলা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সুন্দরপুর ডমিনেটর্স সিনিয়র এর উদ্যোগে আয়োজিত খেলায় ব্রাদার্স এফসি বনাম এইচএমটি স্টার প্রতিদ্বন্দ্বীতা করে। এতে এইচএমটি স্টারের কাছে (ট্রাইভেকারে) ২/৩ গোলে ব্রাদার্স এফসি পরাজিত হয়। খেলায় এইচএমটি স্টারের টিকলু ম্যান অব দ্যা ম্যাচ ও বাবু ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হয়।
ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন, কৃষি ব্যাংক নানুপুর শাখার সিনিয়র কর্মকর্তা আল মুসা মুহাম্মদ মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল আজম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদল নেতা আমিন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এম মুরশেদ হাজারী, বিএনপি নেতা ওমর ফারুক মানিক, ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস। খেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম, আহমেদ মুন্না ও আকবর হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী জামাল উদ্দিন, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী তারেক চৌধুরী, মুহাম্মদ বাহাদুর, আব্দুল জব্বার জাহেদুল ইসলাম, জাহেদ হাসান, শাহেদ, ইমরান উদ্দিন, তায়েম উদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।