আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপে বিএনপিএস এর পরিসেবাকরি প্রতিষ্ঠান ও উদ্যেক্তাদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের  উদ্যেগে নারী উদ্যেক্তাদের সাথে পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি, উদ্যেক্তা উন্নয়ন প্রশিক্ষন ইনস্টিটিউট এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার  ১৭ ফেব্রয়ারি ২৫ শিবের উপজেলার  হাটের  স্হানীয় একটি রেস্তোরাঁয় নারী উদ্যেক্তাদের জীবিকা পূর্ণ গঠনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্হাপক মোঃ শামসুদ্দিন, সংস্থার উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা  সামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক । সংলাপে আরো বক্তব্য রাখেন শিবের হাট ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আরেফিন, মাইটভাংগা চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নেতা আজম খান, ফকিরিয়া তেমাথা ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আবদুল জলিল, শিবের হাট ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর মালিক মোঃ আবুল কাশেম, নিজেরা করি অঞ্চল সমন্বয় মতিয়ার রহমান, সংলাপে বিএনপিএস এর ১০ জন নারী উদ্যেক্তাতা আলোচনায় অংশ গ্রহন করেন। সংলাপে বক্তারা বলেন নারী উদ্যেক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রির অনুকূল পরিবেশ সৃষ্টি, নারী ব্যবসায়ীদের জন্য পৃথক বাজার শেড অথবা নারী কর্ণার স্হাপন এবং বিভিন্ন বাজার কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। সংলাপে ব্যবসায়ী  নেতারা আগামী সভাতে নারী ব্যবসায়ীদের আলাদা কর্ণার স্হাপনের জন্য রেজুলেশন করে প্রয়েজনীয় সির্ধান্ত নিবেন এবং পরবর্তী কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করবেন বলে জানান।