![](https://thedailyshangu.com/storage/474378959-1390772928750039-5097983593452159284-n.jpg)
সন্দ্বীপ পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ১২ পিস ইয়াবাসহ মাহমুদুর রহমান ইশান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।সে পৌরসভা ০৬নং ওয়ার্ডের আবদুল বাতেনের বাড়ির মাহফুজ ওরুনা লাইলার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া । এ বিষয়ে ওসি জানান-গ্রেফতারকৃত আসামী মাহমুদুর রহমান ঈশান গতকাল সন্ধ্যা এনাম নাহার মোড় এলাকায় মাদক সহ অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করে। যার প্রেক্ষিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা ০৫। আদালতে সোপর্দ করা হয়েছে।