আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপে আলোচিত জাহাঙ্গীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ ০৮:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার  আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি কর্মি  আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামী বহিস্কৃত বিএনপি নেতা  মোঃ শাহাব উদ্দিন প্রকাশ সুমন’ সহ সব আসামিদের ফাঁসির দাবিতে গাছুয়া ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে  মানববন্ধন করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। 

মুস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক  সাংগঠনিক মোঃ ইসমাইলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নিহত আইয়ুব জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি, বোন  শাহানাজ পারভীন, আইয়ুব জাহাঙ্গীরের চাচা মাহাবুব আলম,বাউরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সলিম উল্ল্যাহ ফুলমিয়া , আবদুল মালেক, কামাল, নুরুল আফছার,প্রমুখ। 

উল্লেখ্য গত ২০ জানুয়ারি দুপুর  ১২টায় নিহত আইয়ুব জাহাঙ্গীর তার  ঘরে বিশ্রামে ছিল।এসময়  তার ব্যবহৃত মোবাইল ফোনে জৈনক সাহাবউদ্দীন  সুমন নামের  একজন কল করে বাসার বাহিরে যেতে বলেন। পরবর্তীতে আইয়ুব জাহাঙ্গীর  তার বসত বাড়ী হতে  গাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে আসলে সেখানে শাহাব উদ্দিন সুমনের সাথে আইয়ুব জাহাঙ্গীরের  পাওনা টাকা নিয়ে কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাব উদ্দিন সুমন আয়ূব জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে জোর পূর্বক মোটর সাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেস্টা কালে জাহাঙ্গীর  বাধা দিলে  শাহাব উদ্দিন সুমন এবং তার অন্যান্য সহযোগীরা জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরত্বর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ২১ জানুয়ারি  নিহত আইয়ুব জাহাঙ্গীরের  স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম সন্ধীপ থানায় ০৭ জনকে এজাহারনামীয় আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৯  পরবর্তীতে ২৩ জানুয়ারি ঢাকার মিরপুর থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে সন্দ্বীপ থানায় চালান করে, আজ তাকে সন্দ্বীপ দেওয়ানি আদালতে হাজির করা হবে মর্মে তার ফাঁসির দাবিতে মানববন্ধন করে গাছুয়া বাসী।