সন্দ্বীপে ইন্টারন্যাশনাল মোটর বাইক " ইয়ামাহা " ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন হয়। আজ ১২ জানুয়ারি মধ্যাহ্নে ইয়ামাহা মিশু মোটর্সে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম থেকে আগত ইয়ামাহা ডিলার ও আগ্রাবাদ মটর সাইকেল গ্যালারীর স্বত্ত্বাধিকারী ক্রীড়াব্যক্তিত্ব কাজী মো: জসিম উদ্দিন ও এনাম নাহার মোড় ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি জননেতা মো: আসিফ আকতার। এ সময় সন্দ্বীপ ইয়ামাহা সার্টিফাইড সার্ভিসিং সেন্টার পক্ষ হতে আগত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্থানীয় টেকনিসিয়ানগণ বরণ করে নেন।
সংগঠক মো: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনাম নাহার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আসিফ আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ চট্টগ্রামের মোটর সাইকেল গ্যালারী ইয়ামাহার ডিলার ক্রীড়াব্যাক্তিত্ব ইঞ্জিঃ কাজী মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহা ইস্ট এর আরএসএম এ.কে.এম নাজিমউদ্দিন, ইয়ামাহা ইস্ট
এর জেডএমএস ইঞ্জিঃ মোঃ ইব্রাহিম আহাদ, ইয়ামাহা সার্ভিস ইঞ্জিনিয়ার তাসাহুদে
সালেহীন, সার্ভিস টটেকনিসিয়ান মোঃ রেজাউল করিম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপে ইয়ামাহা সার্টিফাইড সার্ভিস পয়েন্টের প্রোঃ মো: নূর আলম, মিশু মোটর্সের স্বত্বাধিকারী মো: মিশু ও এনাম নাহার এর বিশিষ্ট ব্যবসায়ী মো: ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মোঃ মিশু, অতিথিবৃন্দসহ এনাম নাহার মোড়ের প্রবীণ ব্যবসায়ী ইয়াছিন আরাফাত, ইঞ্জি মোঃ আলমগীর, ব্যবসায়ী আলমগীর লিটন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন সন্দ্বীপে ইয়ামাহা বাইকের
সার্ভিস সেন্টার খোলার তাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো, আজ তা পূরণ হলো। তাঁরা আরো বলেন এখন থেকে সব ধরনের সেবাই সন্দ্বীপের ইয়ামাহা সার্ভিস সেন্টারে পাওয়া যাবে। বিশেষ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইয়ামাহা সেন্টার ফ্রী সার্ভিস দেবে, পরে পেইড সার্ভিস সেবা পাবে, সেই সাথে জেনুইন পার্টস্, লুব অয়েল এভেইলেবেল থাকবে। এ জন্য ইয়ামাহা চট্টগ্রাম জোন সব ধরনের সহযোগিতা করে যাবে। তাঁরা শীঘ্রই সন্দ্বীপের মোটর বাইক মেকানিকদের জন্য একটি ওয়ার্কশপ আয়োজনেরও পরিকল্পনার কথা বলেন।
অন্যান্য বক্তারা বলেন ইয়ামাহা মটর বাইক একটি
অভিজাত বাহন সন্দ্বীপে এক সময় এর বেশ কদর
ছিলো, বর্তমানেও ইয়ামাহা ব্রান্ডের মটর সাইকেল
সন্দ্বীপে বেশ জনপ্রিয়, তবে গাড়ী সার্ভিসিং এর যে
সংকট ছিলো তা এ সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে নিরসন হবে, গ্রাহকরা এখানে ভালো সার্ভিস পাবে বলে তাঁরা আশা করেন।
পরে ইয়ামাহা সার্ভিস সেন্টার এর উদ্বোধন উপলক্ষে
অতিথিবৃন্দ কেক কেটে পরস্পরকে খাইয়ে দেন এবং সকলের মাঝে বিতরণ করেন এসময় উপস্থিত অভ্যাগত অতিথিদের জন্য ইয়ামাহার পক্ষ হতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সভাপতি মোঃ আসিফ আকতারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।