আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় পিকআপের চাপায় বাই সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ০১:১১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় চুনতি ডাকবাংলো গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিক আপের চাপায় মো. সাইফুল ইসলাম (২২) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে উপজেলার চুনতি আদর্শ পাড়া এলাকার বজল আলীর ছেলে।

বুধবার (১ জুন) সকাল ১১টার এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী।

সরেজমিন পরিদর্শনে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইফুল চুনতি ডাক বাংলোর সামনে একটি পানের দোকান করে। ঘটনারদিন চুনতি বাজার থেকে বাই সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ঘাতক পিক আপটি চাপা দিলে ঘটনাস্থলেে প্রাণ হারায়।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকছুদ আলম জানান, দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সাুরতহাল শেষ করেন। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।