আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

লোহাগাড়ায় অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ১ অক্টোবর ২০২৩ ০৩:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ার পুদয়ায় শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রির অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত সাড়ে ৯টার সময় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

তিনি জানান, পুদয়ায় শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে শাহ পেঠান ফিলিং স্টেশনের মালিক আবদুল হাকিম চৌধুরীর কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো বলেন, এক মোটরসাইকেল চালক মৌখিক অভিযোগ দিলে ঘটনার সত্যতা যাচাই করতে শাহ পেঠান ফিলিং স্টেশনে গিয়ে বোতলে অকটেন নিয়ে দেখি পানির সত্যতা পাওয়া গেছে। পরিশোধন না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।