মিরসরাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্লিফটন গ্রুপের সৌজন্যে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে সিএনজি-অটোরিক্সা চালকদের মাঝে, জোরারগঞ্জ ইউনিয়নের গড়তাকিয়া এলাকায় ও মিঠানালা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সভপতি নাসির উদ্দীন, সাবেক আহবায়ক মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা করিম, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হুদা, এ্যাডভোকেট বাচ্চু, পারভেজ হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, ক্লিফটন গ্রুপ প্রতিবছরের ন্যায় এবারো উপজেলার দুঃস্থ ও অসহায় শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। শনিবার ৩টি ইউনিয়নে ৬'শ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও ক্লিফটন গ্রুপের সৌজন্যে উপজেলার অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চানি অপারেশন করা হচ্ছে।