আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৩:২৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই সদরের দারুল কুরআন মাদরাসার কৃতি ছাত্র সংবর্ধনা, দস্তারবন্দী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পৌরসভার পূর্ব গোভানিয়ার কলেজ রোডস্থ লোহার ব্রীজের পূর্ব পার্শ্বের দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াস নাঈম ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ মাহমুদুন্নবী মারুফ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। এসময় বক্তারা প্রতিটি শিশুকে দ্বীনি ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য শিশুদেরকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করা উপর গুরুত্বারোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাতে দোয়া মাহফিল অনুষ্ঠানে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুম লালখানবাজার মাদরাসার নির্বাহী পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হারুন ইজহার।

এসময় তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে সৎ পথে চলার চেষ্টা করতে হবে। মেয়েদের জন্য পর্দা ফরজ, চতরের ক্ষেত্রে অবশ্যই ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে। আমরা কোন কিছু কারো উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু সর্বত্র হক কথা বলতে চাই। এটা সকলের অভ্যাসে পরিনত করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জোর করে বোরকা চাপিয়ে দেয়া যাবে না, তাদের কে অবশ্যই জোর গলায় জানাতে হবে চতর ঢাকা ফরজ মুখ ঢাকা ওয়াজিব। জালেমদের বিরুদ্বে কিংবা শক্তিধর ব্যক্তি হয়তো হারাতে পারবেন না কিন্তু তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ের সংকট হলো ঈমানের সংকট, এটা আমলের সংকট নয়। ওলামায়ে কেরামের উচিত আকিদার এলেম অর্জন করা এবং মানুষের মাঝে পৌঁছে দেয়া।