আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে আগুনে পুড়লো প্রবালক্ষীর স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
  • আগুনে পুড়ে সব শেষ
  • ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন

মিরসরাইয়ের পূর্ব মসজিদ্দিয়া ত্রিপুরা পাড়ায় অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকালে এই ঘটনা ঘটে। এতে ওই পাড়ার সচিন্দ্র ত্রিপুরার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, প্রবালক্ষী ত্রিপুরা প্রতিদিনের মতো সন্তানদের রেখে অন্যের জমিতে কাজ করতে যান। পাহাড়ের চূড়ায় অবস্থিত ঘরটিতে চুলা থেকে হঠাৎ আগুন লেগে যায়। তখন ঘরে ছিল অবুঝ দুইটি শিশু কন্যা। কিছু বুঝে উঠার আগেই ঘরটি নিমিষে পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার সকালে পূর্ব মসজিদ্দিয়া ত্রিপুরা পাড়ায় গিয়ে কথা হয় প্রবালক্ষী ত্রিপুরার সাথে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ৪ বছর আগে স্বামী রেখে চলে যাওয়ার পর আমি অন্যের জমিতে দিন মজুরি খেটে সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু কাজ শেষে বাড়ি এসে দেখি আমার সব শেষ। এখন পরনের কাপড় ছাড়া কিছুই নেই। ৪ বছর আগে এক লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ঘরটি নির্মাণ করেছি। এখন দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমি কোথায় যাবো? আমার বড় মেয়ে অনিতা ত্রিপুরা প্রথম শ্রেণীতে এবং ছোট মেয়ে শিশু শ্রেণীতে পড়ে। এখন বার্ষিক পরীক্ষা চলছে। কিন্তু ওদের সব বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

ওই পাড়ার সর্দার সুমন ত্রিপুরা বলেন, প্রবালক্ষী ত্রিপুরার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই রক্ষা করা যায়নি। এখন সে অসহায়। তাই আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। প্রশাসন যেন তার মাথা গোছানোর একটি ঠাঁই করে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, আমি বিষয়টি আপনাদের কাছ থেকে অবহিত হয়েছি। উপজেলা প্রশাসন থেকে ওই মহিলাকে সাধ্যমত সহযোগিতা করা হবে।