আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ভুজপুর নারায়নহাটের রাকিবুল আলম চৌধুরী পেল এওয়ার্ড

ভুজপুর প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৫:২৫:০০ অপরাহ্ন | অন্যান্য

বিজিএমইএ'র সহ - সভাপতি , আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও 'ডাটা এক্সচেঞ্জ' এর মালিক  রাকিবুল আলম চৌধুরী’ বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড -২০২১ অর্জন করেছেন। 

“এক্সপোর্ট এক্সিলেন্স কোম্পানী ক্যাটাগরী ”তে ডাটা এক্সচেঞ্জ এর প্রোপ্রাইটর হিসেবে বিজিএমইএ'র সহ - সভাপতি রাকিবুল আলম চৌধুরী বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড -২০২১ অর্জন করেছেন । 

 

গতকাল ১১ই ডিসেম্বর (শনিবার) রাজধানী ঢাকার আগারগাঁও - এ অবস্থিত বাংলাদেশ ফ্লিম আর্কাইভ - এ “ বেসিস ” আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ , ডাক , টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক|