আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

বাজারে ভোজ্যতেলের ঘাটতি নেই, পাইপলাইনে দেড় লাখ টন

অর্থনীতি-বাণিজ্য ডেস্ক : | প্রকাশের সময় : রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

দেশে ভোজ্যতেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। তারা বলেছে, গত দুই মাসে ভোজ্যতেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বেড়েছে।

 

যেটি হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। তাই পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কি না তা প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়াসহ ভোক্তাসাধারণের স্বার্থরক্ষায় উৎপাদন ও বিপণনের সব পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়েছে। সভায় বর্তমানে বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কি না তা নিয়ে আলোচনা হয়।

 

সভায় কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সভাপতিত্বে বণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খানসহ দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।