আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

দিন দুপুরে সন্দ্বীপ আইনজীবী সমিতি ভবনে আগুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ ০৮:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির ভবনে দিন দুপুরে  হঠাৎ আগুনে পুরো উপজেলা কমপ্লেক্স ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। 

 

২৬ জানুয়ারি রবিবার বেলা ১২ টা ২৫ মিনিটে  এ ঘটনা ঘটে। জানা যায় সপ্তাহের শুরু দিন  আইনজীবীরা  আদালতের কার্যক্রমে যাবেন এ সময়ে হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন দেখে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিক বেদিক ছুটাছুটি করতে থাকেন। দ্রুত  লোক জন আইনজীবী অফিসের বিভিন্ন কাগজ পত্র ফাইল, চেয়ার টেবিল আলমারি কম্পিউটার সহ নানান আসবাব  সামগ্রী বের করে আনেন। এতে আইনজীবী সমিতির ২ কক্ষের একটি পুরো কাগজ পত্র ও ফাইল কম্পিউটার ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। আরেকটি কক্ষের যেটি সেক্রটারির কক্ষ সেটার কাগজ পত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস  দ্রুত এসে  আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত হওয়া আইনজীবী 

এডভোকেট আবদুল মজিদ মাহাদী বলেন আমার  চেম্বার কম্পিউটার তিনটি ও প্রিন্টার পুরে গেছে, পাশাপাশি সিভিল ও ক্রিমিনাল 

দেওয়ানি ও ফৌজদারি মামলার ১৮০ টি ফাইল পরে যায় , এবং ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন আমরা সব আইনজীবী যে যার কক্ষে  বারের তালা মেরে  আদালতের  কার্যক্রমে যাব এমন সময় ধোঁয়ায় আচ্ছন্ন দেখে আমরা ছুটাছুটি করতে থাকি এসে দেখে আমার চেম্বার সহ অনন্য আইনজীবীর অনেক কাগজ পত্র পুরে গেছে। আমার ধারণা আইনজীবী সমিতির অফিসের পাশে রাস্তা থেকে কেউ সিগারেট ফেলে অথবা বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে। 

 

সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লিডার সাহাবউদ্দীন বলেন ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে  দ্রুত আসার চেষ্টা করি কিন্তু পথে যানজটে সামান্য দেরি হয়, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।