আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

জানতাম আমি জিতব: মেসি

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ ০২:২০:০০ অপরাহ্ন | খেলাধুলা

আর্জেন্টিনার টানা তিন যুগের অপেক্ষার অবসান ঘটালেন লিওনেল মেসি। বিজয়ের পর মেসির ঠোঁটের স্পর্শ পেল সোনালি কাপ। 

 

শিরোপা হাতে বিজয়োল্লাসের সময় মেসি দাবি করলেন, জয়ের ব্যাপারে আগে থেকেই জানতেন তিনি। খবর মার্কার। 

কাপ হাতে উল্লসিত আর্জেন্টাইনরা। এমন সময় মেসির অনুভূতি জানতে চান এক সাংবাদিক। মেসি বলেন, 'আমার কাছে আগে থেকেই মনে হতো আমি জিতব। কেন এমন মনে হতো তা বলতে পারি না। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।'

৩৫ বছরে মোট পাঁচবার বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ফুটবলে অনেক অর্জন থাকলেও বিশ্বকাপ নেওয়া হয়নি তার। ২০১৪-এর বিশ্বকাপে ফাইনালে উঠে জার্মানির সঙ্গে হারে আর্জেন্টিনা। সে বছরও স্বপ্ন পূরণ হয়নি। এবার শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের অন্যতম একটি শূন্যতা পূরণ হলো লিওনেল মেসির।