চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ১০ টি দেশীয় ও ১ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১ টি ধারালো ছোরা এবং মোট ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চলানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম মালু (৪১), মো. সিরাজুল ইসলাম (৩৪), মো. হাসান (৩৫), জামাল শেখ (৪৭) ও মিজানুর রহমান কদর ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, জঙ্গল সলিমপুর পাহাড়ি এলাকায় সন্ত্রাসী আস্তানা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। অভিযান শুরুর সঙ্গে সঙ্গে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। রাত সাড়ে ৯ টায় শুরু হওয়া অভিযান রাত ১টা পর্যন্ত চলে।
মো. নুরুল আবছার বলেন, সীতাকুণ্ডে অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ টি দেশীয় ও ১ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১ টি ধারালো ছোরা এবং মোট ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের আস্তানা থেকে মিলিটারী গেজেট, মিলিটারী পোশাক, মিলিটারী বাইনোকোলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দেশি-বিদেশি অস্ত্রসহ ২৭ মামলার আসামি মশিউর রহমানকে ওই এলাকা থেকে গ্রেফতার করেছিল র্যাব। মশিউর ‘ছিন্নমূল বস্তিবাসী’ নেতা। ওই সময় তার কাছ থেকে দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।