আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

চন্দনাইশে রোগী কল‍্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ০৫:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ রোগী কল‍্যাণ সমিতির উদ্যোগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

২৬ জানুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংগঠনের সভাপতি ডাক্তার শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা    সমাজসেবা কর্মকর্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক   রাশেল চৌধুরী। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক শফিউল আযম। সদস‍্য

মোহাম্মদ মজিবুর রহমান, জগলুর রহমান। সভায় সংগঠনের তৎপরতা বৃদ্ধি, তহবিল গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।