আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ডিসি রোডে চারতলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০৩:৩৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের চকবাজার থানার ডিসি রোডে চারতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রামের চকবাজার থানার ডিসি রোডে চারতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাই। দ্রুতই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 



সবচেয়ে জনপ্রিয়