আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ০৩:৪৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার খেজুরতলী জেলে পাড়া এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। রোববার ( ২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. তারেক (১৯), মো. মিজবাহ  (২২) ও  মো. শাহেদ (১৯)। তিনজনই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পরান সিকদার পাড়ার বাসিন্দা ।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল । 

চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খেজুরতলার জেলে পাড়া থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। অভিযুক্তরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



সবচেয়ে জনপ্রিয়