আজ মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া: | প্রকাশের সময় : শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ১০:১৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে মো. জাকের হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে।

 

নিহত যুবক জাকের হোসেন ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা পাড়াস্থ সাতঘর পাড়া এলাকার আবদুল কাদেরের পুত্র। নিহতের চাচা কলিম উল্লাহ জানান, হেতালিয়া পাড়ার একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায় ভাতিজা জাকেরের ওপর। এ সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে রেখে উপর্যুপরি ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন জায়গায়। দুর্বৃত্তরা জাকেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে কি কারণে তার ওপর এ ঘটনা সংঘটিত করেছে তা বলা যাচ্ছে না।

 

পুলিশের বক্তব্য: হত্যাকান্ডের ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। তিনি আরো বলেন, কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।