কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী, বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় ধূরুং হাইস্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী।
সংগঠনের সহ-সভাপতি মাস্টার জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আরিফ মোশাররফ, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ,লেমশীখালী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বড়ঘোপ ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম কুতুবী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাত ২টা পর্যন্ত কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের শিল্পী ও কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।