কাপ্তাই সেনাজোন অটল ছাপান্নর উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস ও প্রীতিভোজ আয়োজন করা হয়েছে। রবিবার বেলা ১টায় শহীদ আফজাল হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ তিন বাহিনী তথা সেনা বাহিনীর অবদান, বিশ্বের মানচিত্রে তাদের উন্নয়ন কার্যক্রম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনা বাহিনী এবং সাধারন মানুষের মধ্য সেতুবন্ধ তুলে ধরা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন অধিনায়ক লেঃকর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি। এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক,কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক এটিএম আবদুরজ্জাহের , বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার, ক্যাপ্টেন আবুল বাসার,৮আনসার ব্যাটালিয়ন পরিচালক মো.নুরুল আফছার, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দীন (ওসি),চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি),মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নাদির আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, হেডম্যান থোয়াই অং মারমাসহ সেনা বাহিনীর পদাধিক অফিসার ও সৈনিকগন উপস্থিত ছিলেন। কাপ্তাই জোন অধিনায়ক আরোও বলেন,বাংলাদেশ সেনাপ্রধান তিন পার্বত্য অঞ্চল এবং সেনা কল্যানে নিরলস কাজ করে চলছে।