আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ঈদগাওতে যথাযোগ্য মর্যাদায়শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো. মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও : | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

ঈদগাও উপজেলা প্রশাসন আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় (১৪ডিসেম্বর) উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে (জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়) অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ঈদগাও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, ঈদগাহ রশিদ আহমেদ কলেজের অধ্যক্ষ জসিম উদিন, একাডেমিক সুপারভাইজার  রাশেদুল হাসান,জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাবিব আজাদ। অনুষ্টানের সঞ্চালক ছিলেন উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির। শহিদদের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইউপি মেম্বার সালাউদ্দিন। অনুষ্টানে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল আমিন হেলালী, আলমাছিয়া মাদাসার শিক্ষক আবদুস সালাম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খান  সহ সকল স্তরের নেতৃবৃন্দ ও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।