আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

আর্জেন্টিনা এখন ঢাকায়

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ১০ মার্চ ২০২৩ ১০:০৮:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা আর্জেন্টিনা ফুটবল দলের। মেসিরা ২০১১ সালে একবার বাংলাদেশে এসেছিলেন আবার তাদের আসা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে আজ ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল। 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল আজ সকালে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাটিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে। 

 

বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। কিছু সমস্যার কারণে গত আসরে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি। আজ কয়েক ঘন্টা পর চাইনিজ তাইপে পৌছানোর কথা। টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ১১ দলের মধ্যে আগামীকাল ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ডের আসার কথা।