আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ধর্মপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ০৯:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার আন্তঃস্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) উপজেলা পরিষদ শফিকুন নুর মওলা হলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে তীব্র প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়। সেরা বিতার্কিক হন ধর্মপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাদিয়া শোয়েব জান্নাত।

 

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত

 

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। 

 

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন। সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা পল্লবী খাস্তগীর।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধর্মপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, 'ধর্মপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। বিদ্যালয়টির কো- কারিকুলাম এক্টিভিটিস খুব ভালো। তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেলে আরও ভালো করবে।'