
ফটিকছড়িতে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও গবেষণা কেন্দ্র আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ৯৯তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। ১৩ ও ১৪ জানুয়ারি দুইদিন ব্যাপী এই মাহফিল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার বাদে আসর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৯৯তম বার্ষিক এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মাদ্রাসার শিক্ষক মুফতি রহিমুল্লাহ, হারুন আজিজী নদভী ও মুফতি ইকবাল আজিমপুরী'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান, মিয়াখাননগর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা লোকমান হাকিম, আল্লামা আজিজুল হক আল মাদানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান ফতেহপুরী, পটিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মুহাদ্দিস জাকারিয়া আল আযহারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, আব্দুল হক হক্কানী, মাওলানা ইলিয়াস হামিদী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আল্লামা মোস্তফা নূরী, মুফতি খালেদ নানুপুরী, মাওলানা ইসমাইল খান, কারী আবু সাঈদ সহ দেশ বরণ্যে ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ কোরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন।
আখেরী মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামণা করা হয়। এর আগে জুমার নামাজে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জুমার নামাজে ইমামতি করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন আজিজী নদভী।