আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০২:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মো.মঞ্জু নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

শনিবার (১১ জানুয়ারী) সকালের  দিকে উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের  ৯নং ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। 

 

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত এলাকার মেখল রমেশ মহাজন সড়ক সংলগ্ন পুকুরটি ভরাট করার সত্যতা পাওয়ায় পরিবেশ আইনে ভরাট কাজে জড়িত ওই এলাকার মো.ইউনুস মিয়ার পুত্র মো.মঞ্জু মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআর মুলে আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সাথে থেকে সহযোগিতা করেন।

 

অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা  স্বীকার করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।