আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

হাটহাজারীতে জাল নাগরিক সনদ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে ভূয়া জাল নাগরিক সনদ তৈরির অভিযোগে এক প্রতারককে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার(১২ফেব্রুয়ারী) দুপুরে মেখল সড়কের পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় তৈয়ব কম্পিউটার নামক দোকানের স্বত্বাধিকারী মো. তৈয়ব উদ্দিনকে এ কারাদণ্ড প্রদান করেন।

 

জানা যায়,দীর্ঘদিন ধরে তৈয়ব কম্পিউটার নামের দোকানের স্বত্বাধিকারী মো. তৈয়ব উদ্দিন নাগরিকদের কাছে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া/ জাল নাগরিক সনদপত্র তৈরি করে এসব সনদ প্রদান করেন। এতে নাগরিকরা প্রতারণার স্বীকার হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক 

লুৎফুন নাহার শারমীন তৈয়ব কম্পিউটার নামক দোকানে অভিযান চালিয়ে দোকানের সত্বাধীকারী মোঃ তৈয়বকে গ্রেফতার করে। পরে তার লিখিত স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক 

লুৎফুন নাহার শারমীন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন,দীর্ঘদিন ধরে তৈয়ব কম্পিউটার নামক দোকানের সত্বাধীকারী তৈয়ব জাল সনদ তৈরী করতো বলে স্বীকারোক্তিমূলে জবানবন্দি দিলে তাকে দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।