আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

Author Thedaily Shangu | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ১২:৫৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বারেক (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চকবাজার নবাব সিরাজউদ্দৌলা সড়কের চট্টগ্রাম কলেজ হোস্টেল পূর্ব গেইটে এ দুর্ঘটনা ঘটে।

মো. বারেককে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী মো. ইসহাক বলেন, সকালে খেলা শেষ করে বাসায় ফেরার পথে রাস্তার ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাই। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  

তিনি বলেন, অন্যান্য পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ছেলেটি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।  

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়