আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সীতাকুন্ডে অভিযানে জাল ও জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড: | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ১০:১৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে অভিযান চালিয়ে জাল ও জেলে আটক করেছে কোস্ট গার্ড। পরিচালিত অভিযানে ১৮টি বিহুন্দি জাল, ১১ লাখ ৬৫ হাজার চিংড়ি ঘেরাসহ ৪ জেলেকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের সদস্যরা।

 

অন্যদিকে, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত প্রায় ৫ হাজার মিটার জাল ধ্বংস করেছে নৌ পুলিশ।