সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে একজন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, মগধরা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, এডভোকেট নাজিম জামশেদ, ও শেখ মুহাম্মদ জুয়েল, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক ছাড়া কোন প্রতিদন্ধি নেই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম শান্তা ও নাহিদ তন্নী লিজা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানান গেছে, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন, পুরুষ ১,২৬,৬৮৯ মহিলা ১,১৮,৯৮৫
ভোট কেন্দ্র ৮৬, ভোট কক্ষ ৫৮৭