আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে বসতঘর পুড়ে ছাই

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ০৪:৫০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোশারফ কেরানির বাড়িতে বুধবার রাত ৯ নং দিকে আগুনে পুড়ে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

এলাকাবাসী সুত্রে জানা গেছে বিদ্যুৎ এর লাইন থেকে আগুনের সুত্র পাত এবং ঘরের বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে  মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মোশারফ  কেরানির ঘর ও পাশের অটোরিক্সা ড্রাইভার রিয়াদের ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে। রাত ৯ টা একটি মোবাইল থেকে সন্দ্বীপ ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হলে ঘটনাস্থলে  যাওয়ার রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস যেতে  একটু বিলম্ব হয়। ফায়ার সার্ভিস রাত ৯ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে রাত ১১ টা নাগাদ তারা আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে। আগুন নিবারক ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকার লোকজন ও সহযোগিতা করে।  জানা গেছে মোশারফ কেরানির এর আগের দিন গরু বিক্রি করা টাকা সহ ঘরের আনুষঙ্গিক সব কিছু পুড়ে গেছে।  সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন একটি মোবাইল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্হলে পৌঁছাতে রাস্তা সরু থাকায় এবং রাস্তাতে বাক বেশি থাকায় ১৮শ লিটার পানি সহ প্রবেশ করতে একটু বিলম্ব হয়। রাত ১১ টা নাগাদ আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনি আগুনে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সহ ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি।