আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
ইউনুচ গণি, আশরাফ ও শিল্পী নির্বাচিত

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মে ২০২৪ ১১:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুস গণি চৌধুরী।

440935335_816943170325949_3815101700296508438_n

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে উপজেলা কনফারেন্স রুমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নীং অফিসার এবিএম মশিউজ্জামান, সহকারী ভুমি কমিশনার মেহনাজ সাবরীন ও নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা।

440973923_309599088907926_9011347641826301040_n

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোঁড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট।

445380691_1138156394087364_7996670407552320173_n

বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯ শ ৯২ ভোট।

 

চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার  ৪ ৮৮ ভোট।

445991898_444879504926251_4056474890017390757_n

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ভ প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫  হাজার ১শ ২৩ ভোট।

 

এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮শ ২৯ ভোট, নুরুল আবছার  (চশমা) পেয়েছেন  ০৮ হাজার ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ২০ হাজার  ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি)।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  হাঁস প্রতীকের প্রার্থী শারমিন আক্তার পেযেছেন ১৬ হাজার ৪ শ ৩৫ ভোট।

 

এছাড়া কলস প্রতীকে ১২ হাজার ৮ শ ৭৫ ভোট পেয়েছেন মুক্তার বেগম মুক্তা। ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম পেয়েছেন  ১১ হাজার  ৫৩ ভোট।

 

 

 এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এ  উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ, ৫৭ হাজার, ৪ শ ৪৮ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬শ ৪৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৮ শ ৫ জন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। 

 

সহকারী রিটার্নিং ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান  জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।