শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে আলোচনা সভা রোববার (১ বৈশাখ) সন্ধ্যায় সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক কথাশিল্পী বিষ্ণু পদ রায়, চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ও দৈনিক সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, স্যাটেলাইট আর টিভি'র সন্দ্বীপ প্রতিনিধি অপু ইব্রাহিম, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সদস্য মাস্টার মাহফুজুর রহমান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি সাখাওয়াত হোসেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার প্রতিনিধি শরীফ উদ্দিন, মুছাপুর ৭নং ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আবির প্রমুখ।
দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি আবদুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক খবরপত্র পত্রিকার সাবেক সন্দ্বীপ প্রতিনিধি হাফেজ জামাল আবদুল নাছির শাহী।
অনুষ্ঠানে বক্তারা পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস সবিস্তারে আলোচনার পাশাপাশি বাঙালি সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশে পহেলা বৈশাখ উদযাপনের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।