আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

লোহাগাড়ায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৮ সেপ্টম্বর) বিকেল ৩টায় লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক মু. আবছার উদ্দিন, শাহাদাত হোসেন সোহেল, আতাউল্লাহ মুহাম্মদ সেলিম, লায়লা বিলকিস, রিদওয়ানুল হক, জাবের মো. সোহেল, মো. তৌহিদুল ইসলাম, মো. মনজুর আলম, এনামুল হক, রুপন বড়ুয়া ও জুয়েল দাশ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন ও বৈষম্য, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম। 

স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব। কর্মসূচিতে উপজেলার  সকল সহকারী শিক্ষক-শিক্ষীকাবৃন্দ অংশগ্রহণ করেন।