রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কৃষি জমিতে কাজ করা সময় অপহরণের শিকার ৩ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অপহরণের সাড়ে ১৩ ঘন্টা পর ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকার গহীন বন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এরআগে একইদিন সকাল ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বড়খোলা পাড়া এলাকায় জমিতে ধান কাটার সময় এই ৩ কৃষি শ্রমিককে অপহরণ করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- সরফভাটা ইউনিয়নের হাজির খিল মাওলানা গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এজলাস মিয়া (৬০), একই ইউনিয়নের হায়দুরকুল গ্রামের মৃত মো. সোবাহানের ছেলে মো. বাচা (৪৫) ও কক্সবাজার জেলার কৃষিশ্রমিক মো. জাফর (২২)।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, “অপহরণের প্রায় সাড়ে ১৩ ঘন্টা পর সরফভাটার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।”
জমির মালিক আকতার হোসেন বলেন, “গত বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা আদায়ের উদ্দেশ্যে কৃষি জমিতে কাজ করার সময় ৩ জন শ্রমিককে অপহরণ করা হয়।”
এদিকে অপহৃতদের উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় বারবার অপহরণের ঘটনা ঘটলেও মুক্তিপণ দেওয়া ছাড়া কেউ ফিরে এসেছে এমন কথা শুনি নাই। এবারই প্রথম দেখলাম, পুলিশ এত সময়ের মধ্যে মানুষগুলোকে উদ্ধার করেছে। ’