আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ম্যাজিস্ট্রেট দেখে উধাও, স্কেভেটর জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ০৯:৩৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি পাহাড়ের বিশাল অংশ কেটে সাবাড় করে ফেলেছে স্থানীয় একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। অভিযানের খবর পেয়ে স্কেভেটর রেখে উধাও হয়ে যায় দুর্বৃত্তরা। তবে এই অভিযানে কাউকে পাওয়া যায়নি।

 

শনিবার (১৮ জানুয়ারী) উপজেলার বেতাগী ইউনিয়নের ডেমির ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে মাটি কাটার যন্ত্র (স্কেভেটর) ফেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। মাটি কাটার স্কেভেটরটি জব্দ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মারজান হোসাইন।