আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে কেমিক্যাল হাইড্রোজ রাখায় ৪ দোকানীকে ২৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালান।

এসময় অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী স্টোরকে ৪ হাজার টাকা, হেলাল স্টোরকে ৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পঁচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য স্পটে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।