আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ফটিকছড়ি থানা পেশাজীবি পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ১২:৪৯:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি থানা পেশাজীবি পরিষদের কমিটি গঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি (শনিবার) বিবিরহাটের একটি রেস্টুরেন্টে পেশাজীবি পরিষদের গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন তালুকদারকে সভাপতি, মুহাম্মদ নাছির উদ্দীন কোম্পানিকে সহসভাপতি, মুহাম্মদ শোয়াইবকে সাধারণ সম্পাদক ও এইচ এম নিজাম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২৫ সনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু'র সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবি পরিষদের সভাপতি প্রকৌশলী বোরহান উদ্দিন। 

 

থানা জামায়াতে সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজের পরিচালিত সভায় ফটিকছড়ির বিভিন্ন পেশাজীবিগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেন।