আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জুন ২০২৪ ০৯:১০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে ক্রিকেট বল কুড়িয়ে নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সালাউদ্দিন তাসিন(১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১৮ জুন (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে সমিতিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রাজা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত তাসিন ওই এলাকার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। সে সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন।

 

স্থানীয়রা জানায়, তাসিন তার চাচার নতুন বাড়ি উঠানে ক্রিকেট খেলার একপর্যায়ে নতুন ভবনের ছাদে বলটি আটকে যায়। বল কুড়িয়ে নিতে গিয়ে ঘরের ছাদের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের পল্লী বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সমিতিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।