আজ শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২২ জুন ২০২৪ ০৫:৪১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে মো. করিম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২২ জুন(শনিবার) সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিমপুরস্থ মধু গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত করিম পাশ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের সুজা নগর এলাকার জনৈক শাহ আলমের পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী। 

 

স্থানীয় ইউপি সদস্য রাজিয়া সুলতানা জানান, বৈদ্যুতিক কাজের প্রয়োজনে দুইজনে মিলে সকালে গৃহস্থ বাড়ির পাশে বাঁশ কাটছিল। বাঁশ ঝাঁড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদূতিক লাইনের সাথে পৃষ্ট হয়ে করিম নামের এক ছেলে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় অপর আহত শওকতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।সেখান থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সকালে বিদ্যুৎ পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌছার আগেই তার মৃত্যু হয়।