চট্টগ্রামের দেওয়ানহাটের একটি হোটেল থেকে পিস্তলসহ সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এস এম লোকমান হোসেন (৪১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা এলাকার হাজী আহম্মদ সবুরের ছেলে। তিনি রাঙ্গুনিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বয়ক ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর) নোবেল চাকমা বলেন, আমাদের কাছে তথ্য ছিল লোকমান একটি পিস্তল বিক্রয় করবেন। এ তথ্য পাওয়ার পর অস্ত্রের ক্রেতা হিসেবে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। পরে অস্ত্র ক্রেতা সেজে হোটেলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। লোকমান পেশাদার অস্ত্র কারবারি বলে মনে হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, তার কাছে থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হযেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি মামলা বিচারাধীন আছে।