আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রী'র জন্মদিন পালন

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা'র ৭৬তম জন্মদিন আনন্দ র‌্যালি,কেক কেটে,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্পন্ন হয়েছ।

 

বুধবার(২৮সেপ্টেম্বর)সকাল ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস এর সভাপতিত্বে ও প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ'র উপস্থিতিতে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

এরপর বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী'র ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ যৌথ মিছিল করে আওয়ামীলীগ ও অপর সংগঠনের মুল আনন্দ মিছিলে যোগদান করে। র‌্যালিটি নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট পদক্ষিণ করে আলোচনা সভায় যোগদান করেন। 

 

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী'র অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন। তাঁরা বলেন বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা বহুমুখী সেতু। কোনাে রূপ বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সর্ববৃহৎ প্রকল্প এই স্বপ্নের পদ্মা সেতু। এটা দেশের বৃহত্তম প্রকল্প এবং এটা দেশের সর্ববৃহৎ সেতু। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযােগে বিশ্বব্যাংক ও দাতাগােষ্ঠী সরে গেলেও বাংলাদেশ সরকার পিছু হটেনি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছু হটেন নি। সরকার নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। কাজ শুরু হয়েছিল ২৬ নভেম্বর ২০১৪ এবং ২৩ জুন ২০২২ পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করেন। এছাড়াও মেট্রো রেল,বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মত অসম্ভব কাজগুলো সম্ভব করেছেন মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

 

এতে আলোচনায় অংশগ্রহণ করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যানুয়ান চাক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের,ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,উপজেলা আওয়ামীলীগ নেতা ডা.সিরাজ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক চোচুমং মার্মা শ্রমিকলীগের সভাপতি জহির আহমদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসাইন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম,সাধারণ সম্পাদক প্রুমারী মার্মা,যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার রুনা, সাধারণ সম্পাদক উমিংনু মার্মা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান রায়হান মাহাবুব ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম আজাদ,কলেজ ছাত্রলীগের সভাপতি মো.সেলিম,সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগ,বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।