আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : শনিবার ১৩ জুলাই ২০২৪ ০৭:২৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ - ১৭ ) ২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

শনিবার ( ১৩ জুলাই ) বিকাল ৩ টায় উপজেলার গাছবাড়ীয়া সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে খেলার উদ্ভোধনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প‍্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। এতে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,

চেয়ারম্যান যথাক্রমে  এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আব্দুর রহিম চৌধুরী , আবদুল আলিম, আনিসুল হক, খোরশেদ আলম টিটু, আহমদুর রহমান ডেট্টা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহাদাত নবী খোকা, যুবলীগ নেতা মুরিদুল আলম মুরাদ প্রমুখ । 

উদ্ভোধনি খেলার প্রথম ম‍্যাচে অংশগ্রহণ করে ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সাতবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলায় ট্রাইবেকারে সাতবাড়ীয়া ইউনিয়ন একাদশকে হারিয়ে জয়লাভ করে ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ।

ধারাভাষ‍্যে ছিলেন, কে এম আমিনুল ইসলাম, আব্দুল মন্নান, মাসুদ পারভেজ এবং অতিথি ধারাভাষ‍্যকার বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম।