আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

চট্টগ্রাম ফোরামের সাধারণ সভা: পরিকল্পিত উন্নয়ন হলে চট্টগ্রাম হবে পর্যটন নগরী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৮:০১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামকে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পর্যটন এলাকায় পরিণত করা গেলে দেশি বিদেশী পর্যটক আকর্ষণের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। আজ শনিবার (২৫ নভেম্বর) ঢাকাস্থ চট্টগ্রাম ফোরামের সাধারণ সভায় নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এশিয়ার দীর্ঘতম বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম ফয়েস লেক মীরসরাই এ ঝর্ণা, পাহাড়, শিল্প নগর ভাটিয়ালী থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত, বন্দর জেটি, আনোয়ারার পালকী বীচ, কাপ্তাই জলপ্রপাত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সাজেক, বান্দরবান নীলগিরিসহ বৃহত্তর চট্টগ্রামে অনেক পর্যটন স্পট রয়েছে। শুধু প্যাকেজ ট্যুর এর মাধ্যমে থাইল্যান্ড, নেপাল, মালদ্বীপসহ বিভিন্ন দেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। দেশে বিপুল দেশী বিদেশী পর্যটক আকৃষ্ট করণের মাধ্যমে বিপুল পরিমাণ আয় করা সম্ভব। এ ব্যাপারে চট্টগ্রামের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ী, শিল্পপতি এবং সরকারি আমলাসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ের মাধ্যমে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো: নুরুল আলমের সভাপতিত্বে উত্তরাস্থ ৩নং সেক্টরের হোয়াইট হল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন মোহাম্মদ ফারুক। সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম এম মুনসেফ আলী, উপদেষ্টা সালাউদ্দিন গাজী, নেত্রসেন বড়–য়া ও বিজিএমই’র সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির প্রমুখ।



সবচেয়ে জনপ্রিয়