আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় পৌরশহরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান : ১৫ হাজার টাকা অর্থদন্ড

এম.মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : শনিবার ২ নভেম্বর ২০২৪ ০৮:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

সরকার ঘোষিত নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও  বাজার নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট  নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো এবং ন্যায্যমূল্যের চেয়ে এবং প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে 

 

অতিরিক্ত দাম নেওয়ার দায়ে বেশকিছু দোকানে অর্থদন্ড করা হয়।  

 

শনিবার (২নভেম্বর) বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। 

 

 

অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের নির্দেশনার 

 

আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা মতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে ও নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভাবে পণ্যের চড়াও দাম নেয়ার অপরাধে বেশকিছু প্রতিষ্ঠানকে তিন মামলার বিপরীতে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

 

তিনি আরো জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা ও সতর্কতা করা হয়েছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।