চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নে জঙ্গল বগাবিলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহসিন রাজানগর ইউনিয়নের বালুখালী এলাকার মুন্সি মিয়ার ছেলে। আহতরা হলেন- হেলাল উদ্দিন(৫৫), কামরুল ইসলাম (৫০), মোজাহের (৫০) ও এজহার মিয়া (৪৫)। তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কোরবানির জন্য দুই লাখ টাকা দিয়ে মহিষটি কেনেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বুধবার বিকেলে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জঙ্গল বগাবিলি এলাকায় মহিষটি সবজি ব্যবসায়ী মহসিনসহ অন্তত পাঁচজনকে আহত করে। তখন ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়।
মহিষের ক্রেতা আহমদ সৈয়দ তালুকদার বলেন, মহিষটি কিনে বাসায় আনার পথেই দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। আমরা মহিষটির সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করি। পরে খোঁজ পেয়ে মহিষটিকে ধরতে গেলে শিং দিয়ে আঘাত করে বেশ কয়েকজনকে আহত করে। এতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি।