রাঙামাটির ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদে আয়বর্ধক নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৯মে) বেলা ১২টায় ইউনিয়ন সভাকক্ষে পরিষদের বাস্তবায়নে এ সমাপনি কর্মশালা হয়। ইউনিয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ চলে। ইউপি সদস্য ছালেহ আহম্মেদ সঞ্চলনায় সভাপতিত্ব করেন ৪নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
বক্তব্য রাখেন নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল হক, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার ২৫ জন মহিলাকে ১২ রকমের ফুড আইটেম তৈরির প্রশিক্ষণ প্রদান করে।