আজ মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০১:২১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও প্রতীক দত্ত। 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বলা হয়েছে, আগামী ২ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ১৮-৩১ অক্টোবর পর্যন্ত ১৪ দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান করবেন। 

আদেশে আরও বলা হয়েছে, যাবতীয় বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করবেন।