আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জুন ২০২৪ ০৬:৩০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার কমার্স কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। 

 

তিনি বলেন, পরীক্ষায় নকল করে পাশের স্বপ্ন শেষ। মেধা দিয়েই সাফল্যের সর্বোচ্চ শেখরে পৌঁছতে হবে। বর্তমানে সরকারি চাকুরিতে কোন ধরণের অনিয়ম, দুর্নীতির সুযোগ নাই। 

 

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, 

তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বাকি জীবন যদি সুন্দর করতে চাও তাহলে ১ বছরের ভালো প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট করা যাবে না। 

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঈদগাঁও রশিদ আহমদ কলেজের সহকারী অধ্যাপক এছারুল করিম। 

 

তিনি কলেজ প্রতিষ্ঠাকালের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। সুনাম অক্ষুণ্ন রেখে ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় শিক্ষার্থীদের প্রতি আহবান জানান অধ্যাপক এছারুল করিম। 

 

অধ্যক্ষ মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম, কলেজ ফাউন্ডেশন চেয়ারম্যান আ.ম.ম জহির, পরিচালক আমিনুল ইসলাম ও মু. শফিকুল ইসলাম। 

 

এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা মানপত্র পাঠ করেন। 

 

সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ বলেন, কক্সবাজার কমার্স কলেজ প্রতিষ্ঠাকাল থেকেই গুণগত শিক্ষা নিশ্চিত করে আসছে। সে কারণে সুনাম ছড়িয়ে পড়েছে জেলাব্যাপী। আমরা আশা করবো, এবারের পরীক্ষার্থীরা আরো ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করবে। 

 

কক্সবাজার কমার্স কলেজ আগামীতে দক্ষিণ চট্টগ্রামের একটি সেরা কলেজে পরিণত হবে বলে আশা করেন অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ।

 

অনুষ্ঠান শেষে কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।