আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

এক দিনের ব্যবধানে ফের ক্রিমিয়ার গোলাবারুদ ডিপোতে হামলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২৪ জুলাই ২০২৩ ০২:০৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

আবারো রুশ অধিকৃত ক্রিমিয়ার গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা করেছে ইউক্রেন। সোমবার ( ২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ক্রিমিয়ায় মস্কো নিযুক্ত কর্মকর্তা জানিয়েছে, ক্রিমিয়ার ঝাকোই অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি এবং ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ১১টি ড্রোন ভূপতিত করেছে।

রাশিয়া নিযুক্ত অঞ্চলটির গভর্নর সার্গেই আকসিওনভ বলেন, ওই এলাকার একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া দখল করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্রিমিয়া সেতু। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর প্রয়োজনীয় রসদ সরবরাহের প্রধান পথ এটি। তাই বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় এই সেতুটি।

 

এর আগে গতকাল রোববার ক্রিমিয়ায় একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা করা হয়। এর ফলে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এছাড়াও বহু মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

১৭ জুলাই ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণে দুজন নিহত হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেতুতে সেটিই ছিল দ্বিতীয় বড় হামলা।

 

অন্যদিকে আজ সোমবার সকালেই মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।